চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমিতি নির্বাচনে সভাপতি জাকেরুল, সম্পাদক বাসির
চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পদে জাকেরুল ইসলাম ও সম্পাদক বাসির আলী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিটির সভাপতি কাজী মো. আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জাকেরুল ইসলাম ৪৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম মিঞা পেয়েছেন ১৭৫ ভোট। সম্পাদক পদে ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসির আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেজ আলী পেয়েছেন ১৪৩ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আজিজুর রহমান পেয়েছেন ৪৮৪ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আরিফুল হক (আরিফ) পেয়েছেন ১৩৩ ভোট। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেনÑ এনামুল হক, ইসমাইল হক, আবুল কালাম ভিকু, জলিলুর রহমান, মোঃ হুমায়ুন কবির।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আরও ৪ জন। এরা হলেনÑ মনিরা বেগম, মোসা. সাহেদা, সাগরী বেগম ও মর্জিনা বেগম।
এর আগে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুরে সমিতির কার্যালয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ সেপ্টেম্বর, ২০২৩