চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় মহানন্দা নদীতে ডুবে শফিকুল ইসলাম (৬০) নামে এক জেলে রোববার থেকে নিখোঁজ রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ শফিকুলের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শফিকুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোহনপুর মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খলিল জানান, গত রোববার বিকেলে মহনন্দা নদীর শেখ হাসিনা সেতুর পশ্চিম পার্শ্বে নদীতে মাছ ধরার সময় বজ্রপাত আতঙ্কে শফিকুল নৌকা থেকে পড়ে যায়। শফিকুলের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবরী দল নদীতে চেষ্টা চালালেও সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানানÑ নিখোঁজ ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি গত রোববার রাতে মৌখিকভাবে জানিয়েছেন। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চালমান রেখেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ সেপ্টম্বর, ২০২৩
মহানন্দা নদীতে জেলে নিখোঁজ