চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় চাঁপাইনবাবগঞ্জে প্রান্তে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, অতিরিক্ত জেলা জজ মো. রবিউল ইসলামসহ অন্যান্য বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীরা এই ন্যায়কুঞ্জে বসে বিশ্রাম নিতে পারবেন। তাদের জন্যই এই বিশ্রামাগারটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ।
চলতি বছরের ২৮ জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এই ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ সেপ্টম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ন্যায়কুঞ্জ উদ্বোধন