চাঁপাইনবাবগঞ্জে ১৩৬ গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে পোশাকসহ সামগ্রী  বিভিন্ন বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই পোশাক বিতরণ করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও,  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান  নাসরিন খাতুনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ১ শ' ৩৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ করা হয়। 
পরে  উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ সেপ্টেম্বর,  ২০২৩