চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত



চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সদর উপজেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শ্রুতি নাটক প্রদর্শন ও খালি গলায় গান পরিবেশন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন।
আলোচনা সভা শেষ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২৩