শিবগঞ্জে জাতীয় শোক দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকাল ৭টায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ডাকবাংলা চত্বরে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ আওয়ামীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতসহ অন্যরা।
পুষ্পস্তবক অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ আগস্ট, ২০২৩