চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবসে খাদ্য সামগ্রী দিলো বিজিবি



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৯টায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া  গোবরাতলা ইউনিয়নের ৫০ জন গরীব দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, যাল, তেল, আলু ও চিনি বিতরণ করেন। 
এছাড়াও বিকেল ৩টায় রহনপুর ব্যাটালিয়ন   (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানজিদা ইসলাম সিলভী ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে অনুষ্ঠিত ক্যাম্পে স্থানীয় প্রায় ৩০০ জন অসুস্থ গরীব দুস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। 
 এ সময় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ আগস্ট, ২০২৩