চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়ে আহত



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শ্রীমতি লক্ষ্মী (৬৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় লক্ষ্মী ছেলে রিপন (৩০) ও মেয়ে শ্রীমতি ববিতা (১৮) আহত হয়।
নিহত লক্ষ্মী গোমস্তাপুর উপজেলার দামপুরা গ্রামের শ্রী কৃষ্ণের স্ত্রী। 
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর  ইউনিয়নের শেরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী হাসপাতাল হতে চিকিৎসা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে শেরপুর নামক স্থানে  কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তা নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। এ সময়  হাসপাতালে নিয়ে  আসার পথে  শ্রীমতি লক্ষ্মী মারা যায়।আহত রিপন ও ববিতাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
 আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ জুলাই, ২০২৩