চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দু' বোনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দু' শিশু ডুবে মারা গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মাল বাগডাঙ্গা এলাকার পদ্মা নদীর ৮ নং বাধের পাশে এই ঘটনা ঘটে। 
নিহতরা হচ্ছে, চরবাগডাঙ্গা ইউনিয়নে সোনাপট্টির রেহেশান আলীর মেয়ে রেশমি খাতুন (৬) ও কটাপাড়ার গুমানী হকের মেয়ে মোসলিমা খাতুন (১৫)। নিহতরা মামাতো ফুফাতো বোন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ও স্থানীয় মেম্বার মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১ টার দিকে রেশমি ও মোসলেমা তার দাদীর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। এসময় প্রমত্তা পদ্মায় তারা দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা রেশমিকে উদ্ধার করে। তবে মোসলিমাকে না পাওয়া গেলে ফায়ার 
সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৪ টার দিকে মোসলিমার মরদেহটি উদ্ধার করে। 
আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২১ জুলাই, ২০২৩