মহানন্দা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে রিফাত (১৪) নামে এক শিক্ষার্থী ডুবে মৃত্যু হয়েছে। মৃত রিফাত শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের
পারকৃষ্ণ গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুকের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে পিরানটুলি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, সকালে মহানন্দা নদীতে রিফাত বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারে নামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকাল সাড়ে ৩ টার দিকে
ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিফাতের মরদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ জুলাই, ২০২৩