চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি হেরোইনসহ একজন আটক



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়া থেকে চার কেজি হেরোইনসহ এক নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রবিবার বিকালে ওই গ্রামে অভিযান চালিয়ে ছাবেরা বেগম (৪০) কে আটক করা হয়। এ সময় তার স্বামী মহবুল (৪৫) কৌশলে পালিয়ে যায়।
র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছে এমন বিশেষ গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের সুজনপাড়ার মহবুলের বাড়ীতে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার কেজি হেরোইনসহ ছাবেরা বেগমকে আটক করা হয় এবং তার স্বামী  মহবুল কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জুলাই,  ২০২৩