শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত



 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিফাত আলী (১৮) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত রিফাত রংপুর জেলার সুখাদিকীর বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। 
রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকমল দেবনাথ জানান, সোনামসজিদ স্থলবন্দরের ট্রাকের মালামাল পরিমাপের জন্য স্থলবন্দরের পাশে কয়লাবাড়ি এলাকায় একটি ওজন পরিমানক যন্ত্রস্থাপনের কাজ চলছিলো। সকাল ১০টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়  রিফাত। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনী প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ জুলাই, ২০২৩