চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশী পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উপর কানারহাট গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আতাউর রহমান ওরফে আতারুল (৩০)। তবে তার বর্তমান ঠিকানা রাজশাহীর গোদাগাড়ী জামাদান্নি চাতরাপুকুর হলেও বিগত এক মাস যাবত সে শিবগঞ্জে বসবাস করছে।
রবিবার রাতে শিবগঞ্জে রানীহাটি ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অপারেশন দল শিবগঞ্জে রানীহাটি ডিগ্রী কলেজের সামনে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আতারুলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জুলাই, ২০২৩