চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আলামিন ইসলাম ওরফে ফকির (২০) নামে এক জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ
মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা ঝুমুর আলী গ্রামের আনারুল হকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ সেপ্টম্বর রাজশাহী গোদাগাড়ী হতে হেরোইন নিয়ে একজন চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালায় ৪,আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার অপারেশন অ্যান্ড ইনটেলিজেন্স সেল। এ সময় ১০০ গ্রাম হেরোইনসহ আটক হন আলামিন। ওই ঘটনায় পরে দিন ১৯ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন এপিবিএন এর তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক সোহেল রানা ২০২০ সালের ১ অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জুলাই, ২০২৩