চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সরঞ্জামসহ এক যুবক আটক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া এলাকা থেকে মঙ্গলবার ৪ কেজি বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) ও ককটেল বানানোর সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক হওয়া যুবক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা গ্রামের সাদিরুলের ছেলে মো. মিজানুর রহমান মিজান (২৫)।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বোমা তৈরির উপকরণ ৪ কেজি ২ গ্রাম বিস্ফোরকদ্রব্য, ৩ টি খালি টিনের জর্দ্দার কৌটা, ২৫০ গ্রাম লোহার পেরেক, ৯০ পিচ ব্লেডের ভাঙ্গা অংশসহ মিজানকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব ওই বিজ্ঞপ্তিতে জানায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জুলাই, ২০২৩