চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতকড়াসহ পালানো আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব


চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি এলাকায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া  আসামী মাসুম ওরফে মাসুদ রানা (২৫) কে অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫। পালিয়ে যাওয়ার একমাস পর সোমবার ভোরে রাজশাহী গোদাগাড়ি উপজেলার চর আষাড়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইলিয়াস (২৪) নামে তার সহযোগিকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
দুপুরে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এ র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, গোদাগাড়ির বাড়িনগর গ্রামের ইলিয়াশের বাড়িতে পুলিশের হাতকড়া নিয়ে পালানো আসামী মাসুস অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। পরে ইলিয়াশ বাড়ি তল্লাশী চালিয়ে মাসুদ রানা ও ইলিয়াশ আলীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৮০০ গ্রাম হেরোইন, একটি মটরসাইকেল ও পুলিশের হাতকড়াসহ গ্রেফতার করা হয়। 



র‌্যাব জানায়, গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে ফেরার পথে মাসুদ পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।
গ্রেফতার হওয়া মাসুদের বিরুদ্ধে মাদকসহ পুলিশের কাজে বাধাদানের একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।
উল্লেখ্য, পুলিশের হাত থেকে হাতকড়াসহ মাসুদের পালিয়ে যাবার ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুন, ২০২৩