চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি অভিযানে ৫০ কেজি গাঁজা ও ১২৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। অভিযানে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে সিরাজগঞ্জে পূর্ব বোদ্য ডোলডোপ এলাকার সামছুল ইসলাম শেখের ছেলে নাজমুল হোসেন (৩১), শেরপুর জেলার গুফুরিয়া এলাকার মোক্তার হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও শিবগঞ্জের হরিনগর তাতীপাড়ার মৃত খিতিশ সাহার ছেলে লিটন সাহা (২২)।
রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোলপ্লাজা ঘরের সামনে ও সদর উপজেলার লাহারপুর ফিল্টের হাট আলীজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চারিয়ে মাদক গুলো উদ্ধার করে।
র্যাবের পৃথক দু’টি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গাঁজার একটি বড় চালান আসচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা ব্রিজের টোলপ্লাজা ঘরের সামনে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেট কারে ৫০ কেজি ৩ শ' গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন ও নাসরিনকে আটক করা হয়।
এদিকে র্যাবের অপর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুর ফিল্টের হাট আলীজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ১২৩ বোতল ফেনসিডিলসহ লিটন সাহাকে আটক করা হয়।
এ দুটি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ জুন, ২০২৩