ঈদে ৬দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর


দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদ-উল আযহা’র উপলক্ষে ৬ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানী বন্ধ থাকবে। মঙ্গলবার সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার করতে পারবে।

ইসমাইল হোসেন বলেন, আগামী ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আযহা উদযাপিত হবে। এ জন্য আজ ২৭ জুন মঙ্গলবার থেকে ০২ জুলাই রবিবার পর্যন্ত ৬ দিন সোনামসজিদ স্থলবন্দরে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে ০৩ জুলাই সোমবার থেকে আবারও বন্দরের সব কার্যক্রম চালু হবে।
এদিকে সোনামসজিদ কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ঈদ উপলক্ষ্যে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুন, ২০২৩