আগামী ৭ জনু থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’



আমের রাজধানী খ্যাত  চাঁপাইনবাবগঞ্জে এবারও কম খরচে আম পরিবহনের সুবিধার্থে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’
 চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।  আগামী ৭ জুন ( বুধবার)  চতুর্থবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন করে আম যাবে ঢাকায়। 
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন রেলস্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ।
তিনি বলেন, চলতি মাসের ৭ তারিখে রহনপুর থেকে বিকাল ৪ টায় ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে সন্ধ্যা ৬ টার দিকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে। 
এর আগে জেলা প্রশাসন, রেলওয়ে কর্মকর্তা, আমচাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে ম্যাংগো স্পেশাল টেন চালুর বিষয়ে একাধিকবার আলোচনা সভা করা হয়।  
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
দ্বিতীয়বার ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। 
সর্বশেষ গতবছর ম্যাংগো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।
 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ জুন, ২০২৩