১৪ হাজার কেজি আম নিয়ে ঢাকায় গেল ম্যাংগো ট্রেন
১৩ হাজার ৯৩৫ কেজি আম নিয়ে ঢাকায় গেল ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার চতুর্থবারের মত চাঁপাইনবাবগঞ্জের ৬ টি রেলওয়ে স্টেশন থেকে এই আম নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্যেশ্য ছেড়ে যায় ট্রেনটি।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার ওবায়দুল্লাহ জানান, জেলার ৬ টি স্টেশনে সবমিলিয়ে প্রথম দিন আম বুকিং হয়েছিলো ১৩ হাজার ৯৩৫ কেজি। আর আম পরিবহনে এ ৬ স্টেশনে রেলের আয় ১৮ হাজার ২৫৫ টাকা।
তিনি আরও জানান, সবচেয়ে বেশি আম বুকিং হয়েছে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ৭ হাজার ৮৮৭ কেজি, এরপর রহনপুর স্টেশনে ৪ হাজার ৭৫৮ কেজি, আমনুরা স্টেশন থেকে ৯০০ কেজি ও নাচোল ও নেজামপুর দুই স্টেশনে ১২০ কেজি করে ২৪০ কেজি আর আমনুরা বাইপাস স্টেশনে ১৫০ কেজি।
এর আগে দুপুরে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম উদ্বোধনের পর চতুর্থবারের মত ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হলো। ম্যাংগো স্পেশাল ট্রেনে আমের পাশাপাশি অঞ্চলের উৎপাদিত শাক সবজিও পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ জুন, ২০২৩