গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেম বাবু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার হামিদপাড়া মহল্লায় জেম বাবুর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রহনপুর পৌরসভার ধুলাউড়ি মহল্লার বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে হামিদপাড়া এলাকায় জেম বাবু শ্বশুরবাড়িতে ডিস লাইন ঠিক করছিলেন। ওই সময় বিদ্যুতের সংযোগ তারে হাত লেগে বিদ্যুতায়িত হন তিনি। পরে শ্বশুরবাড়ির পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ জুন,২০২৩