রহনপুরে আনুষ্ঠানিক ভাবে আম বেচাকেনার উদ্বোধন



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আম পাড়া ও আমবাজারে আনুষ্ঠানিক ভাবে বেচাকেনার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে রহনপুর রেলষ্টেশন সংলগ্ন আম বাজারে আম বেচাকেনার কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য জিয়াউর রহমান। 
রহনপুর আম আড়ৎদার সমিতির সহযোগিতায় ও রহনপুর পৌরসভার আয়োজনে আম বাজারে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজসহ। 
আলোচনা শেষে রহনপুর রেলষ্টেশন সংলগ্ন স্থানে সংযোজিত নতুন আমবাজারের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলায় চার হাজার ২২০ হেক্টর জমির বিপরীতে আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৮৯৮ টন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ মে,২০২৩