চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিসুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস।
এ উপলক্ষে সেবা বুথ স্থাপন করা হয়েছে। বুথে অগ্রাধিকার ভিত্তিতে ভূমি সেবা বিষয়ে অবহিত করা এবং পরামর্শ সেবা দেওয়া হবে।
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে (২২ মে থেকে ২৮ মে) পর্যন্ত সপ্তাহ পালন করা হবে।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন স্টলে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ মে, ২০২৩