করোনায় বন্ধ থাকা ট্রেন চালু ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৫ দফা দাবিতে জাসদের বিক্ষোভ মিছিল



চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় 
স্থাপন ও করোনায় বন্ধকৃত সকল ট্রেন চালুসহ ৫ দফা দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
রবিবার সকালে শহরের নিমতলা মোড়াস্থ জেলা জাসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।



সমাবেশ বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল হক, যুগ্ম সম্পাদক কামরুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সবুর, জেলা যুবজটের সভাপতি  তরিকুল ইসলাম, শ্রমিক জোটের নেতা শাজেমান আলি, জেলা যুব জোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ারদ্দী ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারনে  বন্ধ থাকা ট্রেনগুলো চালুসহ বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি করেন। 
চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় জনবল এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ সকল অনিয়ম দূরীকরণ, জেলা সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ এই পাঁচ দফা বাস্তবায়নের জন্য দাবি জানানো হয় ।
পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন জাসদের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ মে, ২০২৩