চাঁপাইনবাবগঞ্জে ২ ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা দিলো এরফান আলী ফাউন্ডেশন
চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার আক্রান্ত এক শিশু শিক্ষার্থীসহ দুই জনকে ২ লাখ ৯০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিলেন উত্তরাঞ্চলের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের 'এরফান আলী ফাউন্ডেশন (প্রস্তাবিত)'
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সামিয়ার চিকিৎসার জন্য তার বড় বোনের হাতে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও এরফান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ এরফান আলী ২ লাখ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ হোসেন, এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাউরেক্টর মোঃ কামরুজ্জামান, অ্যাডমিন মোঃ রেজাউল করিম,
আব্দুল মান্নান সেন্টু স্মৃতি সংসদের সম্পাদক মোঃ তৌহিদুর রহমান।
অন্যদিকে পৌর এলাকার নামোশংকরবাটী বাররশিয়া পাড়ার মোঃ শরিফুলের হাতে তার কেমু প্রদান করার জন্য ৯০ হাজার টাকা তুলেদেন এরফান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ এরফান আলী ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর গ্রামের ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়ার চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলার বৃত্তবানদের কাছে সহায়তা কামনা করে আসছিলেন। এছাড়াও
নামোশংকরবাটী বাররশিয়া পাড়ার মোঃ শরিফুল তার কেমু দেওয়ার জন্য এরফান
আলীর কাছে সহায়তা চেয়ে আবেদন করলে এরফান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ মে, ২০২৩