চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত



নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সকালে চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের  উদ্যোগে শহরের শান্তিমোড় এলাকা থেকে একটি  র‌্যালি বের করা হয়।  র‍্যালিটি শহরের বিভিন্ন সকড় প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 
সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায়া বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, মতিউর রহমান, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু, সহসভাপতি এমরান আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক বুলবুল আলী, বারঘরিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অসিম আলী।
আলোচনা সভায় বক্তারা মালিকও শ্রমিকের মধ্যে ঐক্যর পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ অন্যান্য সুওযাগ সুবিধা প্রদানের আহ্বান জানান।
এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করেন,  জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, মেসার্স লুনা ট্রেডার্সের মালিক রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা।
এদিকে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জেলা কালচারাল অফিসার ফাকুর রহমান ফয়সল।


অন্যদিকে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ। 
এ উপলক্ষে সকালে শহরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে এসে জেলা স্টেডিয়ামের সামনে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি ভবনে সাংস্কৃতিক সংগঠন উদীচী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 জেলা উদীচীর সহ সভাপতি ও স্বাধীনতা সরকারি চাকুরিজীবী জাতীয় পরিষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন,  বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি)  সভাপতি ইসরাইল সেন্টু,  সাধারণ সম্পাদক কামাল উদ্দীন , জেলা কৃষক সমিতির সভাপতি হুমায়ন কবীর, সদর উপজেলা শাখার সহসভাপতি সারিফুর রহমান, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আলী উজ্জামান নূর প্রমূখ।  স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা। 
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়ন, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মহান মে দিবস পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ মে, ২০২৩