চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার বটতলী আমবাগান নামক স্থান থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া জানান, রাতে সোনামসজিদ বিওপির নায়েক মোঃ ফজলুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলী আমবাগান নামক স্থানে অভিযান চালায়। অভিযানকালে ২ জন ব্যক্তিকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ এপ্রিল, ২০২৩