উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে টানা এক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা বাড়তে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।
গেল এক সপ্তাহ ধরে প্রচণ্ড খরা সেই সঙ্গে তাপদাহ চলছে পুরো চাঁপাইনবাবগঞ্জজুড়ে। সূর্য উঠার পর থেকেই তীব্র তাপ অনুভব করছেন মানুষ। তাপদাহের কারণে সাম্প্রতিক সময়ে জনজীবন ব্যাহত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেনা। বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।
তারা বলছেন, রোদ ও তাপের কারণে তাদের দৈনিক আয় কমে গেছে।
এদিকে, তাপদাহকে ঘিরে মানুষকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বয়স্ক, শিশুসহ যারা রোজাদার রয়েছেন তাদের ছায়া ও শীতল যায়গায় থাকাসহ বেশি করে পানি পানের অনুরোধ করেছেন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাইরে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলেরও মানুষও ব্যাপক দুর্ভোগে পড়েছে তীব্র তাপদাহের কারনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ এপ্রিল, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট