৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি উন্নয়ন নীতিমালা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক এ্যাড. প্রভাত টুডু, রুমাল কোল, প্রদীপ হেমব্রম, রঞ্জনা বর্মণ, সন্তোষ টুডু।
সমাবেশে বক্তরা, এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষরা আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বসবাস করে আসছে উল্লেখ করে আদিবাসীদের জমি, ভূমি, জলাধার ও সমাধিস্থান রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ এপ্রিল, ২০২৩