চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবী বাস্তবায়নে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে পুর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জাসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ পেশাজীবি নেতৃবৃন্দ্বের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সামাজিক সংগঠক শফিকুল আলম ভোতা, বিএনপি নেতা সামসুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, নাগরিক কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসিব, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক নেতা আজিজ আহমেদ, ব্যবসায়ী নেতা তৌহিদুর রহমান, নাগরিক কমিটির নেতা রেজাউন নবী তপু।
সভায় চাঁপাইনবাবগঞ্জে পুর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনসহ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ, কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন গড়ে তোলা, করোনাকালে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো চালু করাসহ ৫ দফা দাবি বাস্থবায়নের জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহণের উপর আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শিক্ষার্থীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ এপ্রিল, ২০২৩