চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ১ হাজার ২শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সিনিয়র সাংবাদিক এমরান ফারুক মাসুম।
জেলার পাঁচ উপজেলার ১২০০ দুস্থ পরিবারের মধ্যে, চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ এপ্রিল, ২০২৩