চাঁপাইনবাবগঞ্জে মুজিবনগর দিবস পালিত


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ
স্বাধীনতা ’ শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ
আলোচনা সভায় মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


 এদিকে শিবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ এপ্রিল, ২০২৩