চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২জন আটক


চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় একটি ট্রাক আটক করা হয়। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর এলাকা মর্তুজা আলমের ছেলে ট্রাক ড্রাইভার সেলিম রেজা (৪০) ও তার সহকারী শিবগঞ্জে ভবানীপুরের তোফাজ্জল হকের ছেলে ওয়ালিদ হোসেন (২১)।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওগাঁ থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন লোক আসছে। এমন সংবাদ পেয়ে ডিএনসি, জেলা কার্যালয়ের একটি টিম গোমস্তপুর হতে কানসাট অভিমুখী সড়কে অবস্থান নেয়। এ সময় একটি ট্রাক সেখানে আসলে থামানোর সময় চালকের পাশে থাকা একজন লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় ট্রাকটিতে তল্লাসি করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক  করা হয়। সেই সঙ্গে গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ মার্চ, ২০২৩