চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত অবস্থান কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয় পরিষদের আহবায়ক নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, যুগ্ম আহবাযক নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, নামোশংকরবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ শরিফুল আলম।
সমাবেশে বক্তারা, সরকারের কাছে দ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।
কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক কর্মচারিরা অংশ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসুচি