জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
সভায় দেশে প্রাথমিক শিক্ষার বিস্তার ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বক্তারা, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সুধিজনরা অংশ নেন।
মঙ্গলবার (১৪ মার্চ ) পিটিআই প্রাঙ্গণে শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিভিন্ন স্টলের মাধ্যমে উপস্থাপন করা হবে।
এদিকে ‘‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মমতাজ মহল ও ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ মার্চ, ২০২৩
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা