চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বাদশা (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাদশার স্ত্রী রোজিনা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত বাদশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ঝাটু মন্ডল টোলা (মালবাগডাঙ্গা) গ্রামের সাজ্জাদ আলী ছেলে।
অতিরিক্ত সরকারি কৌশুলী রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামে বাদশার বাড়িতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন, নগদ ৪ লাখ ৬০ হাজার টাকাসহ ওজন মাপা যন্ত্র উদ্ধার করে। অভিযানকালে বাদশা পালিয়ে গেলেও তার স্ত্রী রোজিনা বেগম ও তার মা সাগরী বেগমকে আটক করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ওই দিনই পলাতক বাদশাসহ তিনজনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদি হয়ে মামলা করেন। ওই বছরের ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ততরের সহকারী পরিচালক আনিসুর রহমান খান আদালতে বাদশা ও তার স্ত্রী রোজিনাকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীর উপস্থিতে বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড