নাচোলে ১৩ কেজি গাঁজাসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খলসি বাজার এলাকা থেকে রবিবার রাতে ১৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫।
আটককৃত ব্যক্তি হলো, নাচোলে চাঁনপাড়া এলাকার তহুর আহমেদের ছেলে আহাদ বাবু (৩৩) ও শিবগঞ্জের হাজারবিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে মর্তুজা আলম (৪৩)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল নাচোলের খলসি বাজার হতে গোমস্তাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ১৩ কেজি ৫ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ, ২০২৩