নিত্যপন্যের দাম কমানোসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ


নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও দাম বৃদ্ধির সঙ্গে জড়িত অসৎ ব্যবসায়ী ও মজুদদারদের শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসদ।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলাস্থ জেলা জাসদের দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি  নিয়ামুল হক, গোলাম জাকারিয়া, জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,  জেলা জাসদের যুগ্ন-সম্পাদক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম,
সমাবেশে বক্তারা দেশে অস্বাভাবিকহারে নিত্যাপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করে এর সঙ্গে জড়িত ব্যবসায়ী, মজুদদার ও মুনাফাখোরদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। একই সঙ্গে বক্তারা, চাঁপাইনবাবগঞ্জে পুর্নাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতান স্থাপনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ, ২০২৩