চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কার্যক্রমে উদ্বোধন করেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কোবাদ হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহার সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এইচ এম ফাইজার রহমান কনক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নুর আরেফিন রাজ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ, ২০২৩