১৫ মেধাবী শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রকল্পের সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ এর আরইএলআই প্রকল্পের আওতায় এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক মো. হেদায়েত উল্লাহ, জেলা ব্যবস্থাপক মো. মাহাবুবুর রশীদসহ শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
তিন বছর মেয়াদী বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী পাবে ৭২ হাজার টাকা। তারই অংশ হিসেবে
প্রথম বছরের প্রত্যেককে ২৪ হাজার টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ মার্চ, ২০২৩