চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১ কেজি হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজিবির নিজেদের তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/৯ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ১ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ মার্চ, ২০২৩