চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প ও আগামীর সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প ও আগামীর সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার, কল্যাণপুর হর্টিকালচারের উপ-পরিচালক বিমল প্রামাণিক, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনুভা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মঞ্জের আলম মানিক।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত আমের যথাযথ বাণিজ্যিক ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্ব, কৃষি বিভাগসহ সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, আমচাষী ও ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩