চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


'পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।   
সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগ বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ- পরিচালক খালেদ রাশেদুল হাসান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ।
সভায় টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং যথাযথ পরিসংখ্যান ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩