চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিষ্ফোরণ


চাঁপাইনবাবগঞ্জ শহরে ফের ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের কিছু দূরে কিউএসএস কালার ল্যাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ।
স্থানীয়রা জানায়; বিকেলে শহরে কিউএসএস কালার ল্যাবের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন; ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এই ঘটনায় রাজনৈতিক কোন যোগসাজশ দেখতে পাচ্ছিনা। পারিবারিক কোন দ্বন্দ্ব নিয়ে এই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দোষীদের আইনের আওয়তায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩