চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রাম থেকে রবিবার দুপুরে ১ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার আমজান খোর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেক (৩৭)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)' র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজিবির নিজেদের তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৩ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ মালেকে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত ভারতীয় জালনোটসহ আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
শিবগঞ্জ সীমান্তে ১ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ একজন আটক