চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হুররোপাড়া এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত ব্যক্তি সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হুররোপাড়া এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান ওরফে বাবু (৩৭)।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হুররোপাড়া এলাকার মিজানুর রহমান ওরফে বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির শয়ন কক্ষের ভেতর থেকে ১ কেজি ২শ গ্রাম হেরোইন উদ্বার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩