চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়লা কলনীর গাবতলা এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেন তার বড় ভাই।
হত্যাকান্ডের শিকার গোলাম মোর্শেদ (৪০) শিয়ালা কলনীর গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, গোলাম মোস্তফার দু’ ছেলে এ্যাড. ইলিয়াস হোসেন ও গোলাম মোর্শেদের সঙ্গে জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার দু’ ভাই একই বাড়িতে বসবাস করে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে বুধবার রাতে পারিবারিকভাবে মিমাংসার উদ্যোগ নেয়া হয়। এরপর নিজ ঘরে গোলাম মোর্শেদের গলা কাটা লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ক্ষোভের বসবতি হয়ে গোলাম মোর্শেদকে বড় ভাই এ্যাড. ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর থেকে ইলিয়াস পলাতক রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।
ওসি আলমগীর জানান, এ্যাড. ইলিয়াসকে ধরতে পুলিশী অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ ফেব্রুয়ারি, ২০২৩