চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ফের এমপি হলেন জিয়া


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।

বুধবার রাতে এই আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এই ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন; ৬৯ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারি ভাবে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দেলোয়ার হোসেন বলেন; জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, জাকের পার্টির গোলাপ ফুলের প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট, খুরশিদ আলম মাথার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ১৪ হাজার ৩০৯ ভোট, বিএনএফের নবিউল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।

তিনি আরও বলেন; এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর বিপরীতে ভোট দিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪০জনের। গড়ে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।

প্রসঙ্গতঃ জিয়াউর রহমান এই আসন থেকে আরও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০১ ফেব্রুয়ারি, ২০২৩