চিত্রনায়িকা মাহিকে সাথে নিয়ে জিয়াউরের মনোনয়ন দাখিল


চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলায় জেলা নির্বাচন অফিসার ও এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নাচোলের পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু প্রমুখ।
মনোনয়ন পত্র জমা শেষে জিয়াউর রহামনকে সাথে নিয়ে নায়িকা মাহি সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে বলেন; ‘আমাদের ল্য হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা। আমার মতো যারা মনোনয়ন পাননি তাদেরকে সকলের প্রতি অনুরোধ, নৌকার পে কাজ করে জয়ী করুন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করলে কোন ভাবেই কেউ নৌকার বিপে কাজ করতে পারে না।’  
জনগণের কল্যানের জন্য আগামী (দ্বাদশ) নির্বাচনেও আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহি।
এর আগে চাঁপাইনববাবগঞ্জ-২ আসনের বাসিন্দা হয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ফরম উত্তোলন করেন। পহেলা জানুয়ারী এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।
উল্লেখ্য; বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলাম সংসদ থেকে পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত এই দু-আসনের উপ নির্বাচনের তফসিল অনুযায়ী ৫ জানুয়ারী (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ১ ফেব্রুয়ারি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জানুয়ারী, ২০২৩