গোদাগাড়ীতে ৩ কেজি হেরোইন উদ্ধার


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ীর কামারপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জানুয়ারী, ২০২৩